বুজরুক শ্রীকুন্ডি কলেজে শহীদ মিনার ভাংচুর

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজে ২০ ফেব্রুয়ারী রাতে কলেজের অস্থায়ী শহীদ মিনারটি ভাংচুরের ঘটনা ঘটেছে। ২১ ফেব্রুয়ারি সকালে কলেজটির শিক্ষকবৃন্দ শহীদ মিনারে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান।
কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে কলেজের শিক্ষকদের নিজস্ব উদ্যোগে এ শহীদ মিনারটি নির্মিত হয়। প্রতি বছরের ন্যায় এবারো শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙ্গা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুবর্ত্তরা এটি রাতের আধারে ভেঙ্গে দিয়েছে। এটির যথাযথ তদন্ত ও দোষিদের উপযুক্ত বিচার দাবী করেন তিনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, কলেজটির কোন সীমানা দেয়াল নেই। কলেজের মাঠে ৪ ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি ৩ টি পিলারের উপর তৈরী। দুর্বৃত্তরা একুশের রাতে কোন এক সময় শহীদ মিনারটির তিনটি স্তম্ভেরই গোড়া থেকে ভেঙ্গে ফেলে চলে যায়। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত হয়েছেন। সবার উপস্থিতিতে শহীদ মিনারটি সাময়িকভাবে পুনঃস্থাপন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মাগুরা/ ২১ ফেব্রুয়ারী ২০২১
Comments are Closed