বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় সদ্য প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ এর প্রথম ব্যাচের এমবিবিএস পরীক্ষা প্রথমবারের মত আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) শুরু হয়েছে। সকাল ১০ টায় কলেজের এনাটমী প্রথমপত্র পরিক্ষার মধ্য দিয়ে ইতিহাসে নাম লেখালো প্রথম ব্যাচের ৪৭ জন ছাত্রছত্রী। আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এ পরিক্ষা।
কলেজটি অধ্যক্ষ ডা. দীন-উল ইসলাম জানান- ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ কলেজটিতে প্রথম ব্যাচ ২০১৯ সালে ভর্তি করানো হয়। করোনা মাহামারির কারণে দীর্ঘদিন বন্ধ পর এ পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান- কলেজটিতে বর্তমানে ২ ব্যাচে মোট ৯৫জন ছাত্রছাত্রী ভর্তি আছেন।
কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগরে সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং একাডেমিক কো- অর্ডিনেটর ডাঃ আ. ত. ম. আব্দুল্লাহেল কাফী জানান- কলেজটি প্রতিষ্ঠার পর মাত্র দুটি সেশনে শিক্ষার্থী ভর্তীর পরই করোনা মাহামারি দেখা দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে প্রথম পেশাগত লিখিত পরীক্ষা শুরু হলো। স্বাস্থ্য বিধি মেনে এ পরিক্ষায় সকল ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন। এমবিবিএসের প্রথম পেশাগত এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ লিখিত পরীক্ষা শুরু হলো। এরপর ভাইভা পরীক্ষা বিশ্ববিদ্যালয় প্রদত্ত শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে। কলেজটি সুন্দভাবে পরিচালনায় তিনি মাগুরাবাসি সকল স্তরের মানুষের আকুন্ঠ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

রূপক/মাগুরা /৪ ফেব্রুয়ারী ২০২১