বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার আলোচিত জোড়া মাথার শিশুটিকে বাঁচানো সম্ভব হলো না। আজ বুধবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সহযোগিতায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সেখানে পৌছানোর পর সন্ধ্যার দিকে শিশুটিকে চিকিৎসা দেয়া শুরু করার পরপরই সে মারা যায় বলে জানিয়েছে শিশুটির সাথে থাকা তার চাচা ওসমান আলী। পরে শিশুটির মরদেহ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার মরদেহ রাতে নিজ বাড়ি জগদল গ্রামে দাফন করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জোড়ামাথার কন্যা সন্তানটির জন্ম দেন জগদল গ্রামের পলাশ মিয়ার স্ত্রী সোনালী বেগম। পরে তার অবস্থার অবনতি হলে জেলা যুবলীগের হটলাইন টিমের মাধ্যমে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকায় পাঠানো হয়।

মাগুরা/ ৬ জানুয়ারী ২০২১