বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর সরকারি কলেজে স্থানীয় ২টি কলেজের শিক্ষকমন্ডলীর সাথে মাদক বিরোধী মতবিনিময় সভা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র সাহার সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে কলেজের আইসিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দৈনিক সংবাদ ও এসএটিভির মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরাবার্তার সম্পাদক রূপক আইচ, শ্রীপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপিকা লতিফা খানমসহ অন্যরা। সভা থেকে বক্তারা মাদকের কুপ্রভাব নিয়ে বিভিন্ন আলোচনা শেষে শ্রীপুর উপজেলাকে আগামী ১ জুনের মধ্যে মাদকমুক্ত ঘোষণা করতে মাদকের বিরুদ্ধে শিক্ষকদের বিশেষ ভূমিকা তুলে ধরেন। শ্রীপুর সরকারি কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনে আমরাই যৌথভাবে এ কর্মসূচীতে সহায়তা করে। পরিবর্তনে আমরাই এর সভাপতি নাহিদুর রহমান দূর্জয় এর উপস্থাপনায় এ আলোচনাসভায় শ্রীপুর সরকারি কলেজ ও শ্রীপুর মহিলা কলেজের প্রায় ৪০ জন শিক্ষক অংশ নেন। মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের মাঝে মাদকদ্রব্যের কুপ্রভাব, মাদকাসক্তের লক্ষণ, মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে শিক্ষকদের ভূমিকা প্রভৃতি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা সভা করে আসছে। একইসঙ্গে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদকের কুপ্রভাব বিষয়ে ফেস্টুন, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।

রূপক /মাগুরা /২৯ ডিসেম্বর ২০২০