Main Menu

স্বর্ণ পাঠাগার পদক পেলেন সাংবাদিক  আবু বাসার আখন্দ

Magura- Award News Pic

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
উন্নয়ন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক যুগান্তরের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দকে স্বর্ণ পাঠাগার পদকে ভূষিত করা হয়েছে। রবিবার বিকালে স্বর্ণ পাঠাগার, মাগুরার পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়। মাগুরার শালিখা উপজেলার সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইন্দ্রনীল বিশ্বাসের সভাপতিত্বে এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা গণগ্রন্থাগারের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিক্ষা অফিসার মো. ওহিদুজ্জামান, জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলামসহ অন্যরা। এর আগে সাংবাদিক আবু বাসার আখন্দ মাগুরা জেলায় সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড নিয়ে উল্লেখযোগ্য সংবাদ পরিবেশন করেন। যেখানে সরকারি অর্থ অপচয়, অপচয় রোধ, প্রতিকার এবং উন্নয়ন কর্মাকান্ডে গতিশীলতা বৃদ্ধিতে অন্তরায় সমূহ তুলে ধরে এ পদকে ভূষিত হলেন।

মাগুরা/ ২৮ ডিসেম্বর ২০২০






Comments are Closed