বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা, বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি ও গীতিকার,সাংস্কৃতিক সংগঠক এবং নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রাণ পুরুষ বিএমএ হালিম আর নেই। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর ২০২০) সন্ধ্যায় ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ব্রেস স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক জনিত রোগে ভুগছিলেন। আজ রাতে তার লাশ মাগুরায় আনা হবে। আগামীকাল তার জানাযা বিষয়ে পরিবারের সদস্যবৃন্দ সিদ্ধান্ত জানাবেন বলে কবির আত্মিয়রা জানান। তার মৃত্যুতে মাগুরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
তার লেখা রকমারি গণতন্ত্র কবিতাটি সময়ের পরিক্ষায় উত্তীর্ণ একটি অনবদ্য শিল্পকর্ম। এছাড়া নিয়ে অসংখ্য কবিতা ও গান লিখে গেছেন। যার মধ্যে ‘বর্ণমালা অ আমার ওই অমর অহংকার’, ‘মাগো কোন সে ভয়াল ঘূর্ণী হাওয়ার ঝড়ে’ গানগুলি মাগুরায় বহুশ্রুত সংগীত।

রূপক / মাগুরা/ ২৫ ডিসেম্বর ২০২০