বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা-মহম্মদপুর সড়কের কালুকান্দি এলাকায় যাত্রিবাহী ইজিবাইককে পেছনে আটকে টেনে ২ কিলোমিটার দুরে গিয়ে থামলো ট্রাক।  দুমড়ে মুচড়ে দুই কিলোমিটার যাওয়ার পর স্থানীয়রা ট্রাকটি থামালে চালক পালিয়ে যায় । তবে ভাগ্যক্রমে ইজিবাইকের যাত্রীরা অক্ষত রয়েছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ইজিবাইকের যাত্রী বিনোদপুরের খালিয়া গ্রামের বাসিন্দা আজাদ মিয়া (৩৫) জানান, ট্রাকটির পেছন পেছন ইজিবাইকটি চলছিল। আকস্মিক ট্রাকটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ট্রাকের পেছনের হুকে অংশে আটকে যায়। ট্রাকটি আবার চলা শুরু করলে সাথে ইজিবাইকটিও টেনেহিঁচড়ে চলতে থাকে। এ সময় যাত্রীরা চিৎকার করে ট্রাকটির দৃষ্টি আকর্ষণ করলেও ট্রাক চালক কর্নপাত করেনি।  ভয়ংকরভাবে আটকে থাকা অবস্থায় প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর বিনোদপুর বাজারের লোকজন ট্রাকটি আটকে দেয়। এসময় ট্রাকের চালক পালিয়ে যান।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বেপরোয়া গতীতে গাড়ি চালানোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

রূপক /মাগুরা /২৭ নভেম্বর ২০২০