নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মাগুরায় নাসিবের কর্মশালা

স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তা
নতুন ব্যবসায়ী সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নের লক্ষে মাগুরা জেলা প্রশাসন ( রাজস্ব) ভবন মিলনায়তনে বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এবং এসএমই ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করেছে। নাসিব মাগুরা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আফাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে নাসিব এর কেন্দ্রিয় পরিচালনা পরিষদের পরিচালক জিএম নুরুল ইসলাম রনি, মাগুরা বিসিক পরিচালক আব্দুস সালাম, মাগুরা চেম্বার অব কর্মাস এর পরিচালক তানভীর আহম্মেদ রেমনসহ অন্যরা। ৫ দিনের এ কর্মশালায় কর্মশালায় ৩০ উদ্যোক্তা অংশ গ্রহন করছেন।
মাগুরা/ ২৫ নভেম্বর ২০২০
যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার রেকোর্ডিং এর জন্য যোগাযোগ করুন- ০১৯১২০০৬১০৮-০১৮১২০০৬১০৮
« পুলিশ লাইন স্কুলকে জেলার সেরা স্কুল করতে চাই- পুলিশ সুপার রেজওয়ান (Previous News)
(Next News) মাগুরায় অনিয়মের অভিযোগে মুক্তি ক্লিনিক সিলগালা »
Comments are Closed