বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুরে ভিন্ন পরিচয়ে দ্বৈত ভোটার হওয়ায় লতিফুল কবির (৩৫) নামে এক ব্যক্তির নামে মহম্মদপুর থানায় মামলা করেছে উপজেলা নির্বাচন অফিসার। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার বাদি হয়ে মামলা করেন।

 লতিফুল কবির উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে। মামলার এজাহারে উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম জানান, লতিফুল কবির উপজেলার ফুলবাড়ি গ্রামে ভোটার থাকা স্বত্ত্বেও প্রতারণার মাধ্যমে অসৎ উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলা উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের ঠিকানায় ভোটার হয়েছে।

সেখানে সে নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ পরিবর্তন করেছে। বারুইপাড়া গ্রামের তার নাম মান্নান (২৬) এবং পিতার নাম ইজ্জত আলী। লতিফুল কবির ২০১০ সালে উপজেলা নির্বাচন অফিসে নিজের ইচ্ছায় তথ্য গোপন করে ফিঙ্গার প্রিন্ট প্রদান করে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, ভোটার তালিকা আইন ২০০৯’র ১৮ ধারা মোতাবেক মামলা নেওয়া হয়েছে।