বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতিতে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে ব্রি ধান-৭৫ চাষ সম্প্রসারণ বিষয়ক কৃষক মাঠ দিবস। সোমবার বিকেলে এ উপলক্ষে মাঠ দিবসে কৃষান-কৃষানি প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক। বাকলবাড়িয়া পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের সাউথ ওয়েস্ট প্রজেক্টের ফরিদপুর অঞ্চলের সহকারী প্রধান (সমাজ বিজ্ঞানি) মো ঃ আব্দুর রাজ্জাক, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, কালিদাসখালি আড়পাড়া উপ-প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর মোঃ আবিদ হাসান কামাল, মোঃ হাবিবুল্লাহ, আলফাজ উদ্দিনসহ স্থানীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কমিউনিটি ফ্যাসিলেটরবৃন্দ। সভায় জানানো হয়- পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সমন্বয়ে স্বল্প পানি ব্যবহার করে উন্নত ও চিকন জাতের ব্রি ধান-৭৫ চাষের ফলে কৃষকরা উপকৃত। সুঘ্রানযুক্ত ও চিকন চাল হওয়ায় এ ধানের বাজার মূল্য অন্যান্য জাতের চেয়ে বেশী। ব্রি ধান -৭৫ জাতের ধান চাষে প্রতি হেক্টরে ফলন এসেছে ৫.১ মেট্রিকটন। যা কাংখিত লক্ষমাত্রাকে অতিক্রম করেছে। এ জাতের ধান চাষে অধিক ফলন এবং ভাল মানের খড় পাওয়ার কারণে কৃষকরা এ ধান চাষে বেশী লাভবান হচ্ছেন। অনেকেই নতুন এ জাতের চাষে উৎসাহিত হচ্ছেন।

 

রূপক/মাগুরা /৩ নভেম্বর ২০২০