Main Menu

মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে ভেসে গেছে  এক শিশু 

IMG20200919151234

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা 
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের গোপালনগর গ্রামে  মধুমতি নদীতে গোসল করতে গিয়ে   ওমর শেখ নামের চার বছর বয়েসি এক শিশু ভেসে গেছে।  আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

শিশু ওমর ওই গ্রামের দিন মজুর গোলাম মাওলা শেখের ছেলে। ওমরের মা ঝর্ণা খাতুন জানান, বড়দের অজান্তে  ৪/৫ জন শিশুর সাথে বাড়ির পাশে  মধুমতি নদীতে গোসল করতে নামে ওমর। সাঁতার না জানায় স্রোতের তোড়ে ভেসে যায় সে। সাথের অন্য শিশুরা ভেসে যাওযার বিষয়টি পরিবারের লোকদের জানায়। মহম্মদপুর উপজেলা সদর থেকে ফায়ারসার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়েও শিশুর কোন সন্ধান পাননি।  দিনমজুর গোলাম মাওলা শেখের দুই ছেলের মধ্যে ওমর ছোট। প্রতিবেশি ও স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম  বলেন, নদীতে প্রচন্ড স্রোত। শিশুটি স্রোতের  অনুকূলে ভাটিতে ফরিদপুর- নড়াইলের দিকে চলে যেতে পারে। মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল ইসলাম বলেন, ডুবুরি সুবিধা না থাকার পরও আমরা চেষ্টা করে শিশুটির সন্ধান পাইনি। খুলনা থেকে ডুবুরী দল আসার পর আবার উদ্ধার অভিযান শুরু হবে।

মাগুরা/ ১৪ অক্টোবর ২০২০






Comments are Closed