বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কাজের মান বাড়াতে প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড, কেন্দ্র থেকে ওএমআর স্ক্যান করে অনলাইন এ ডাটা প্রেরণ ও ওএমআর স্ক্যানার ক্রয়ের অনুদানের চেক হস্তান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।  সোমবার (১২ অক্টোবর ) দিনব্যাপী স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর এ কর্মশালার আয়োজন করে । কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড.মোল্লা আমীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না । কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের অধ্যাপক দেবব্রত ঘোষ, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক কাজী শামসুজ্জামান কল্লোল ও মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্তি বিশ্¦াস প্রমুখ । কর্মশালায় মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ১৯৩ জন শিক্ষক অংশ নেয়। কর্মশালা শেষে ওএমআর স্ক্যানার ক্রয়ের জন্য ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ৩০ হাজার টাকা হারে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় । কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড,কেন্দ্র থেকে ওএমআর স্ক্যান করে অনলাইন এ ডাটা প্রেরণ বিষয়ে শিক্ষকদের অবগত করা হয় ।