বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্রী শ্যামল কুমার দে, শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাহানা, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মুন্সি, আড়পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমূখ। উঠান বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয়, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

মাগুরা/ ১২ অক্টোবর ২০২০