Main Menu

মাগুরায় ঐতিহ্যবাহী শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা

Magura Protijogita Pic

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা  
মাগুরায় জেলা পর্যায়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা সম্পন্ন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। আজ শুক্রবার দুপুরে শহরের কালিবাড়ি নাট মন্ডপে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়ীরা অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারিরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ উপস্থিত থেকে বিজয়ীদেরমধ্যে সনদপত্র প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, এ্যাড.সনজিত কুমার বিশ্বাসসহ অন্যরা। বক্তারা হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহি কৃষ্টি উলুধ্বনি ও শঙ্খধ্বনি বাচিয়ে রাখতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

 

রূপক /মাগুরা /২ অক্টোবর ২০২০


Comments are Closed