বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় মুজিববর্ষে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ মাগুরা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার পাঠকক্ষে এ বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় লায়লা কানিজ বানুকে সভাপতি ও ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় লায়লা কানিজ বানু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ হাবিবুল হাসান । প্রধান আলোচক ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রশাসনিক কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও বিশেষ আলোচক ছিলেন মাগুরা এজি একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন । সভায় সর্বসম্মতি ক্রমে ২০২০-২৩ বছরের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয় । নতুন কার্যকরী কমিটিতে সভাপতি লায়লা কানিক বানু, সহ-সভাপতি নাসিম উদ্দিন,সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, যুগ্ম-সম্পাদক রমেশ চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি রহমান তৈয়ব, অর্থ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মখলেছুর রহমান, নির্বাহী সদস্য শেখ আবদুল্লাহ, সৈয়দ দিলরুবা নির্বাচিত হন । সভায় জেলার ১৩টি লাইব্রেরী সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেয় ।

 

রূপক /মাগুরা /২৯ সেপ্টেম্বর ২০২০