‘এক্সিলেন্স ইন কোয়ালিটি’
মাগুরার সন্তান অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ এর হাতে আবারও আন্তর্জাতিক পুরস্কার

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার সন্তান অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিনের হাত ধরে আবারও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো ঢাকার সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ‘এচিভমেন্ট ফোরামস টপ ১০০’ এবং ‘ইউরোপিয়ান বিজনেস এ্যাসেম্বলী (ইবিএ)’ যৌথ উদ্যোগে তৃতীয়বারের মত ‘এক্সিলেন্স ইন কোয়ালিটি’ পুরষ্কারে ভুষিত হল প্রতিষ্ঠানটি। ২০১৮ ও ২০১৯ খ্রিষ্টাব্দে পরপর দুই বছর আন্তর্জাতিক পুরষ্কার পাওয়ার পর তৃতীয়বারের মত প্রতিষ্ঠানটি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলো।
জানা গেছে, বিশ্বের ৫৪টি দেশের অংশগ্রহণে গত এপ্রিলের ১৭ এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস মাহমারির কারণে পিছিয়ে যায় আনুষ্ঠানিকতা। সম্প্রতি অনলাইন আনুষ্ঠানিকতা শেষে ট্রফিসহ সার্টিফিকেট পাঠিয়ে দেয়া হয়েছে। পরে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ট্রফি আর সনদ অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন, পদাতিকের হাতে তুলে দেন।
এর আগে ২০১৮ খ্রিষ্টাব্দে দুবাই ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইনস্টিটিউশন’ ও ‘প্রিন্সিপাল অব দ্য ইয়ার’ এবং ২০১৯ খ্রিষ্টাব্দে ব্যাংকক ইন্টারন্যাশনাল এ্যাডুকেটর অ্যাওয়ার্ডে সেরা প্রতিষ্ঠান ও সেরা অধ্যক্ষ নির্বাচিত হয় রাজধানী স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি ও অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন (পদাতিক)।
এ পুরস্কার ছাড়াও পরপর দুই বছর অধ্যক্ষ শরীফ ও তাঁর প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ ও ২০১৮ তে ঢাকার মোহাম্মদপুর থানার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানে ও সেরা কলেজের স্বীকৃতি লাভ করে।
লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা শক্তিশালীকরণের বিষয়ে অস্ট্রেলিয়াতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দক্ষ প্রশাসক হিসেবে ২০১৫ খ্রিষ্টাব্দে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে ই-জিএল ও ২০১৬ খ্রিষ্টাব্দে ইউনিভার্সিটি অব কুয়ালালামপুর থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ওমেদপুর গ্রামের কৃতি সন্তান কাজী শরীফ উদ্দিন মাগুরাবাসিসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
http://magurabarta24.com/18488-2/
রূপক/মাগুরা/২১সেপ্টেম্বর ২০২০
« শনিবার মাগুরা উপজেলা পরিষদ প্রীতি ফুটবলে জমবে তারুণ্য বনাম তারকার খেলা (Previous News)
Comments are Closed