বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাগুরাবার্তায় প্রকাশিত সংবাদ পেয়ে অদম্য মেধাবী হানিফ আলীকে বৃত্তি দিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হানিফের হাতে বৃত্তির প্রাথমিকভাবে ৫হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাগুরার সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রূপক আইচ, মহম্মদপুরের সাংবাদিক ও শিক্ষক আনোয়ার হোসেন শাহীন, জেলা প্রশাসকের একান্ত সহকারি আব্দুস সালামসহ অন্যরা। মাগুরার মহম্মদপুরে দিনমজুর বাবার অসচ্ছল সংসারের শত অনটন সত্বেও ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া হানিফ আলীর কলেজে ভর্তি বই কেনাসহ পড়া লেখা নিয়ে অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়। এক পর্যায়ে মাগুরার জেলা প্রশাসক অনলাইনে মেধাবী হানিফের জন্য জেলা প্রশাসন পরিচালিত মাগুরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাকে প্রতি মাসে লেখাপড়া বাবদ ১৫শ টাকা করে স্কলারশিপ দেয়ার ঘোষণা দেন। হানিফ আলীর বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামের পশ্চিম পাড়ায়। সে এ বছর ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। বাবা সোহরাব মোল্যা বর্গাচাষী ও অন্যের জমিতে দিন মজুরের কাজ করেন। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় হানিফ। হানিফ জানায়, তার বাবা তিন বেলা ঠিক মতো খাবারই জোগাড় করতে হিমশিম খান। পড়ালেখার খরচ যোগাড় করবেন কিভাবে? সে পড়ালেখার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ছিল। জেলা প্রশাসকের এ সহযোগিতায় সে লেখাপড়ায় সাহস ফিরে পেয়েছে বলে জানায়। সে লেখাপড়া করে ভাল মানুষ হতে চায়।

রূপক /মাগুরা / ৩ সেপ্টেম্বর ২০২০