বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া এস এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস শাকুরের বিরুদ্ধে উৎকোচ গ্রহন ও প্রশ্ন ফাঁস করে নিরাপত্তা প্রহরী পদে একজন মানসিক ভারসাম্যহীন লোক নিয়োগ দেওয়ার অভিযোগ এনে প্রতিপক্ষের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার সকালে প্রেসক্লাব মহম্মদপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো: জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক মাওলানা দিদারুল আলম, মাওলানা আব্দুল ওয়াদুদ, শিক্ষক প্রতিনিধির সদস্য মো: কামরুজ্জামান প্রমুখ। এসময় লিখিত বক্তব্যের মাধ্যমে মাদ্রাসার সুপার আ: শাকুর বলেন, বিগত ১৮ই আগস্ট ২০২০ ইং তারিখে চাকুলিয়া এস এম দাখিল মাদ্রাসায় সৃষ্ট পদে একজন নিরাপত্তা কর্মি ও একজন আয়াকে সরকারী বিধি মোতাবেক স্বচ্ছতার সহিত মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাপরিচালক , মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অথচ স্থানীয় একটি মহল অনিয়মতান্ত্রিকভাবে তাদের মনোনিত একজনকে নিয়োগের জন্য চাপ দেয়। বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শেষে তাদের ওই প্রার্থী অনির্বাচিত হয়। এতে তার পক্ষের লোকজন ক্ষুদ্ধ হয়। পরে নিয়োগ কার্যক্রমকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র স্বরুপ বিগত ২৪ শে আগষ্ট মাদ্রাসার সামনে মিথ্যা ভিক্তিহীন অভিযোগ এনে একটি মানববন্ধন করে। যা বিভিন্ন মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এতে মাদ্রাসার দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চাকুলিয়া এস এম দাখিল মাদ্রাসায় সৃষ্ঠ পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার সরকারী বিধি বিধান মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

রূপক /মাগুরা / ২৭ আগস্ট ২০২০