Main Menu

মহম্মদপুরে মানসিক ভারসাম্যহীনকে মাদ্রাসায় নিয়োগের অভিযোগ

Mohammadpur (magura) niyog, Picture 24-08-2020

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া এস এম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস শাকুরের বিরুদ্ধে উৎকোচ গ্রহন ও প্রশ্ন ফাঁস করে নিরাপত্তা প্রহরী পদে একজন মানসিক ভারসাম্যহীন লোক নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার এর প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নুর ইসলাম, নহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য খালিদ হোসেন, স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদসহ কয়েকজন বক্তব্য দেন। বক্তারা বলেন, মাদ্রাসার সুপার আব্দুশ শাকুর মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ কমিটির যোগসাজসে প্রশ্নপত্র ফাঁস করেন এবং একজন মানসিক ভারসাম্যহীন প্রার্থীকে নিয়োগের ব্যবস্থা করেন। যেহেতু ওই প্রার্থী একজন মানসিক ভারসাম্যহীন, সেহেতু তার দ্বারা প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাদ্রাসার নিরাপত্তার বিষয় নিয়ে তারা এখন শঙ্কিত।
তারা সুপারের বিরুদ্ধে আরো অভিযোগ করে বলেন, একজন শিক্ষক কারাবাসে থাকা স্বত্তেও ৩মাস অনুপস্থিত থাকার পরও সুপার তার বেতনের ব্যবস্থা করেন। তারা নিয়োগ কর্তৃপক্ষসহ মাদ্রাসার সুপারের শাস্তি দাবি করেন। এদিকে নিয়োগ প্রাপ্ত ওই প্রার্থীর পিতা রুহোল আমিন প্রার্থীর মানসিক সমস্যা ছিল বলে জানান। তিনি জানান, তার ছেলের বেশ আগে মানসিক ভারসাম্যহীনতার সমস্যা ছিল। বর্তমানে সে সুস্থ। সে বিয়ে করে সংসার করছে। মাদ্রাসা সুপার আব্দুশ শাকুরের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রূপক/ মাগুরা/ ২৪ আগস্ট ২০২০


Comments are Closed