Main Menu

শুক্রবার বিডিসি নিউজের লাইভে থাকবেন মাগুরার ডিসি ও সিভিল সার্জন

117968479_3262575673833814_2120908212808891565_o

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
সাংবাদিক  শাহিনুর আহমেদ এর উপস্থাপনা ও পরিকল্পনায় বিডিসি নিউজের (https://bdcnews.info/) ফেসবুক পেইজ https://www.facebook.com/bdcnews.info লাইভে বিশেষ মাগুরা টক  অনুষ্ঠানটি আগামী ২১আগস্ট ২০২০ইং তারিখ (শুক্রবার ) রাত ৯টায় অনুষ্ঠিত হবে।
করোনাকালে মাগুরার প্রশাসন  অনুষ্ঠানে মাগুরাবাসির বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন  মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত থাকবেন  মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ,চ্যানেল আই ও দৈনিক কালেরকন্ঠের মাগুরা জেলা প্রতিনিধি শামিম খান । অনুষ্ঠানটি প্রযোজনা করবেন বিডিসি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী সুজন কুমার ভৌমিক।

 

মাগুরা/ ২০ আগস্ট ২০২০


Comments are Closed