Main Menu

মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের উদ্যোগে শোক দিবস পালন

118051092_341924887196103_2826981284248209865_n

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় ছানার বটতলায় জাতীয় শোকদিবস পালন করা হয়েছে।  স্থানীয় লোকনাথ সেবা সংঘের সহযোগিতায়  অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।  উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিবলুর রহমান, সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ প্রামানিক,  তরুন ভৌমিক, প্রনয় ঘোষ, লিটন ঘোষ, অপূর্ব সাহা, বাংকা সাহা, বলাই সাহাসহ অন্যরা।
এ সময় সাইফুজ্জামান শিখর একটি উদার অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য জাতিধর্ম নির্বিশেষ সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

মাগুরা/ ১৫ আগস্ট ২০২০


Comments are Closed