বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন হয়েছে। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
সকালে শহরের নোমানী ময়দায়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ও মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডুসহ নেতৃবৃন্দ। পরে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমূহ, সরকারি বেসরকারি অফিস, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনলাইন আলোচনাসভার আয়োজন করেছে।

রূপক/মাগুরা / ১৫ আগস্ট ২০২০