Main Menu

সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ রাম প্রসাদের করোনা পজেটিভ; দোয়া কামনা

87788799_2696970117205262_37773292475514880_n

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ল্যাব ইনচার্জ পরিশ্রমি স্বাস্থ্যকর্মী রাম প্রসাদ কুন্ডু ও তার স্ত্রীর করোনা পজিটিভ হওয়ায় তাদের সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে পরিবারটি ।

গত ৮ আগস্টের রিপোর্টে রাম প্রসাদ কুন্ডুর সস্ত্রীক করোনা পজেটিভ রিপোর্ট আসায় তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলশনে আছেন। কিন্তু এতে সদর হাসপাতালের ল্যাবের কার্যক্রমে কোন প্রভাব পড়বে না বলে জানান তিনি। তিনি  টেলিফোনে বলেন- ল্যাব কার্যক্রম সঠিকভাবে চলছে। তিনি টেলিফোনে সবসময় অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া তাদের শরীরে তেমন কোন বিরুপ লক্ষণ প্রকাশ না হওয়ায় তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তারা সকলের কাছে দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

রূপক/ মাগুরা/ ১০ আগস্ট ২০২০


Comments are Closed