বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় ছদ্মবেশে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে  সেন্টমার্টিন পরিবহনের স্থানীয় কাউন্টার ম্যানেজার সোহান হোসেন (৩৬) কে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামসেদ আলম । আজ রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাগুরা পারনান্দুয়ালী বাসস্টান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

মাগুরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামসেদ আলম জানান- সেন্ট মার্টিন পরিবহণ এর মাগুরা কাউন্টার থেকে কক্সবাজার পর্যন্ত নির্ধারিত ভাড়ায় মোট ২৪টি টিকেট বিক্রি করার কথা থাকলেও মাগুরা কাউন্টার থেকে বাসের সবগুলি সিটই বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পারনান্দুয়ালী কাউন্টারে যান। পুলিশ সদস্যদের দূরে দার করিয়ে তিনি একা ওই কাউন্টারে গিয়ে নিজের পরিচয় না দিয়ে জরুরী প্রয়োজনের কথা বলে টিকেট কাটেন। এসময় কাউন্টার ম্যানেজার তার কাছ থেকে ১২শ টাকার স্থলে ১৮শ টাকা ভাড়া নেন। দেখা যায় অধিকাংশ যাত্রীর কাছ থেকেই তারা অতিরিক্ত টাকা আদায় করছে। এ সময়  ওই বাস কাউন্টার থেকে ২৪টি সিট বিক্রি করার কথা থাকলেও বাসের সবগুলি সিটই বিক্রির প্রমাণও পাওয়া যায় । যা বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন ও জনগণের সাথে প্রতারণার সামিল। এ সময় হাতেনাতে অপরাধ প্রমান হওয়ায় ম্যানেজার সোহান হোসেনকে নগদ ১০ হাজার টাকা জারিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে জড়িত না হওয়ার জন্য সাবধান করে দেয়া হয়।

রূপক/মাগুরা/ ৯ আগস্ট ২০২০