বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুরের উপজেলার গোপালপুর এলাকায় হাফেজ মাহামুদ মজনু নামের (৩৮)  এক ব্যাক্তির মৃত্যু পরে নিজ এলাকার গোরস্থানে তার দাফন করতে না দেয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে মানুষের মধ্যে। জানা গেছে  ওই এলাকার রউফ মোল্যার ছেলে মজনু ফরিদপুরে একটি বে সরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে করোনা আক্রান্ত হয়ে ৩আগস্ট রাতে ফরিদেপুর মেডিকেল কলেজ হাসপাতালে মরা যান মজনু। আজ সকালে তার লাশ নিজ এলাকায় আনার পর ইসলামি ফাউন্ডেশন মাগুরার দাফন কাফন টিম ওই ব্যক্তির মরদেহ গোসল করিয়ে দাফন কাফনের চেষ্টা করলে এলাকাবাাসি তাতে বাধা দেয়। স্থানীয় হরেকৃষ্ণপুর গোরস্থানে তার জন্য কবরও খোড়া হয়েছিল বলে জানায় ইসলামি ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক মোঃ মনির হোসেন। কিন্তু স্থানীয়রা বাধা দেয়ায় দাফনের জন্য মহম্মদপুরের নারানপুর কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থানে লাশ আনা হয়। সেখানে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা, মহম্মদপুর, উপজেলা টিম কর্তৃক দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা এ ধরনের কার্যক্রমের জন্য নিন্দা জানিয়েছেন। 

মাগুরা/ ৪ আগস্ট ২০২০