মাগুরায় করোনায় শিল্পীদের প্রনোদনা দিল টাউন হল ক্লাব

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার ২৮ জন সংস্কৃতি কর্মীকে করোনাকালিন প্রনোদনা দিয়েছে মাগুরার সুপ্রাচীন সংগঠন মাগুরা টাউন হল। অনুষ্ঠান থেকে মাগুরার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সংগঠনটি।
যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার রেকোর্ডিং এর জন্য যোগাযোগ করুন- ০১৯১২০০৬১০৮-০১৮১২০০৬১০৮
আজ সোমবার দুপুরে শহরের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম খান, টাউন হল ক্লাবের সাধারণ সম্পাদক জায়েদ-বিন-কবির নিশানসহ অন্যরা। অনুষ্ঠান থেকে ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও মাগুরার শিল্পী সাহিত্যিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
রূপক /মাগুরা /২৭ জুলাই ২০২০
« নেশায়…. শ্রীপুর থানার ওসি আলি আহমেদ মাসুদ এর কবিতা (Previous News)
(Next News) মাগুরার রাজাপুরে বজ্রপাতে ছাত্রের মৃত্যু »
Comments are Closed