বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বিশ্বের উন্নত দেশ অথবা বড় বড় শহরে হোম ডেলিভারি সার্ভিস এখন বেশ পরিচিত একটি শব্দ।  বড় শহরগুলোতে অনেক আগে থেকেই জনপ্রিয়তা পেয়েছে। সময়ের প্রয়োজনে মাগুরায়ও এ ধরনের সার্ভি স এখন সময়ের দাবী।আর সে দাবীকেই মেটাতে মাগুরায়  হোম ডেলিভারি সার্ভিস চালু করেছে ‘অর্পণ ’ নামে একটি সংস্থা।  যার কার্যক্রমের সীমারেখা বর্তমানে মাগুরা শহরের মধ্যেই বিস্তৃত ও সীমাবদ্ধ। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে তুলনামূলক ঘরে থাকা  এবং জনসমাগম এড়িয়ে চলা করোনা প্রতিরোধে একটি অন্যতম কার্যকরি পদক্ষেপ এটা কমবেশী সকলেরই জানা। কিন্তু দৈনন্দিন নানান প্রয়োজনে যেমন বাজার, মেডিসিন, খাবার ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার জন্য প্রত্যেককেই কমবেশী বাসা থেকে বের হতে হচ্ছে। আর এসব কারণে না চাইতেও অনিবার্য কারণবশতই জনসমাগম তৈরি হচ্ছে।  মাগুরা শহরের চেহারাটাও তার ব্যতিক্রম নয়। এমন সময়ে মোঃ সিজার আহমদ, সিরাজুস সায়েফিন সাঈফ ও মেজবাহ-ঊল আবেদ্বীন নামে মাগুরার তিনজন যুবক মাগুরার এই সার্বিক করোনাকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই হোম ডেলিভারি সার্ভিসটির ব্যাপারে পরিকল্পনা করেন এবং অর্পণ এর কার্যক্রম শুরু করেন। অর্পণ মনে করে, যদি একটি হোম ডেলিভারি সার্ভিস মাগুরা শহরে থাকে তাহলে মানুষের এই নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর যোগাড় করতে সবাইকে বাধ্য হয়ে বাসা থেকে বের হবার প্রয়োজন পড়বে না। বরং অর্পণ তাদের প্রয়োজনগুলো তাদের ঠিকানায় তাদের কাছে পৌঁছে দিতে পারবে। এতে করে পুরোপুরি না হলেও অনেকাংশে বাধ্য হয়ে ঘর থেকে বের হতে হওয়া মানুষগুলো কিছুটা হলেও সুরক্ষিত থাকবেন এবং জনসমাগমও অনেকটা কমবে। Arpan's banner photo (3)পাশাপাশি মাগুরা শহরে অনেক যুবকের একটি স্বাবলম্বী কর্মসংস্থানের কথাও চিন্তা করেছে অর্পণ। চাইলেই পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি অর্পণ এর ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করে অনেকেই নিজেদের একটা আয়ের একটা উৎস হিসেবেও কাজে লাগাতে পারে অর্পণকে। তবে করোনা পরিস্থিতির পাশাপাশি বা পরবর্তী সময়েও মাগুরা শহরের জন্য অর্পণের ভূমিকা রয়েছে বলে মনে করেন অর্পণ পরিবারের সদস্যরা। মানুষ রোজ রোজ নিজের জীবনকে, জীবনব্যবস্থাকে উন্নতথেকে উন্নততর করবার চেষ্টা করছে। সেই চেষ্টায়, মানুষের কাজের চাপ কমাতে এবং প্রয়োজন মেটাতে অর্পণের এই হোম ডেলিভারি সার্ভিসটি অগ্রণী ভূমিকা পালন করবে। সর্বোপরি মাগুরার সার্বিক উন্নয়নে ও মাগুরাবাসীর কল্যানে অর্পণ নিজেদের কাজকে উত্তরোত্তর সমৃদ্ধ করবার চেষ্টা করে যাচ্ছে। এই পথচলার অগ্রগামীতায় মাগুরাবাসীর সাহায্য একান্তভাবে কাম্য মনে করেন অর্পণ পরিবার।

অর্পণ সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন এবং মেসেজ করুন অর্পণের ফেসবুক পেজে
https://www.facebook.com/arpan.delivery
অথবা কল করুন
০১৮৪৫৫৬৮০১৫
০১৭০১০০৭৬৮০
০১৬২১৭১৬১৬৬

রূপক/ মাগুরা/ ২৬ জুলাই ২০২০