Main Menu

শালিখায় নতুন ইউএনওকে শিক্ষা পরিবারের ফুলেল শুভেচছা

115650278_3299632140092796_8653208986919203454_n

শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শালিখায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা শিক্ষা পরিবার। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নতুন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত মতবিনিময় সভায় নতুন উপজেলা নির্বাহী অফিসার প্রথমে শিক্ষা পরিবারের সকল সদস্যদের সাথে পরিচিতি পর্বে মিলিত হন।পরবর্তীতে তিনি করোনা ভাইরাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেশি বেশি অনলাইন ক্লাসের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

মাগুরা/২৬ জুলাই ২০২০


Comments are Closed