বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার অন্যতম ব্যায়ামভিত্তিক সামাজিক সংগঠন সুপ্রভাত বাংলাদেশ এর আগামী ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ বাস্কেটবল গ্রাউন্ডে ব্যায়াম শেষে সংগঠনের ১৯ সদস্যের নির্ব াহী কমিটি ও ৪ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শাহীদুল ইসলাম টুকুল ফকির। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানান- মাগুরা শহরের ব্যায়ামভিত্তিক বিভিন্ন সংগঠনের মধ্যে একমাত্র সুপ্রভাতই সুনির্দিষ্ট ও লিখিত গঠনতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হয়।  এবং মুক্তিযুদ্ধের চেতনায় এ সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বক্তারা সংগঠনের গতিশীলতা ধরে রাখতে সকলের সহায়তা কামনা করেন। সভা শেষে নিন্মোক্ত উপদেস্টা ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা কমিটিঃ
১। জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১
২। জনাব পংকজ কুমার কুন্ডু,  চেয়ারম্যান জেলা পরিষদ, মাগুরা।
৩। অধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা।

৪। জনাব আশরাফুল ইসলাম বাবুল ফকির, চেয়ারম্যান, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ, মাগুরা

কার্যনির্বাহী কমিটিঃ
১। ফারুক রেজা ঝন্টু-                                সভাপতি
২। আনিচুর রহমান খোকন-                      সহ-সভাপতি
৩। শাহীদুল ইসলাম টুকুল                          সহ-সভাপতি
৪। তুষার কুমার সাহা                                  সহ-সভাপতি
৫। খান শফিউল্লাহ                                      সাধারণ সম্পাদক
৬। মোস্তাফিজুর রহমান পান্নু                    সহ-সাধারণ সম্পাদক
৭। এবিএম আসাদুর রহমান                      সাংগঠনিক সম্পাদক
৮। মোঃ ওহিদুজ্জামান স্বপন                     অর্থ সম্পাদক
৯। বিকাশ বিশ্বাস                                       প্রচার ও প্রকাশনা সম্পাদক
১০। মোঃ আলমগীর কবির                       সমাজ কল্যাণ সম্পাদক
১১। রূপক আইচ                                       ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক
১২। মোঃ তারিকুল ইসলাম                         সম্মানিত সদস্য
১৩। মোঃ ফারুক হোসেন                              ।।
১৪। মোঃ আমীর হোসেন                              ।।
১৫। মোঃ আবু সাঈদ                                     ।।
১৬। মোঃ বেলায়েত হোসেন                          ।।
১৭। সন্দিপ বিশ্বাস                                         ।।
১৮। একে আজাদ                                           ।।
১৯। খন্দকার নুরুজ্জামান                             ।।

আগামী ২ বছরের জন্য এ কমিটি কাজ করবে বলে জানায় সংগঠনের নেতৃবৃন্দ।