বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজ ৪টি প্রতিষ্ঠানকে ২২হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।  জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এরঁ নেতৃত্বে সদর উপজেলার নতুন বাজার ও কছুন্দি এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসহ ফার্মেসীসমূহ তদারকি করা হয়। তদারকিকালে সংশ্লিষ্ট বাজারস্থ ব্যবসায়ীগণকে মূল্য তালিকা প্রদর্শন, ফার্মেসীতে অননুমোদিত স্যানিটাইজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য/ঔষধ বিক্রয় না করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে ঔষধ/পণ্য বিক্রয় না করা, খাদ্য পণ্য মানসম্মত উপায়ে/পরিবেশে তৈরি ও সংরক্ষণ, সঠিক ওজনে পণ্য বিক্রয় করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখে পণ্য/ঔষধ বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। তদারকিকালে ঔষধের গায়ে সর্ব্বোচ খুচরা মূল্য না থাকা ( ফিজিশিয়ান স্যাম্পল) ও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে প্রশাসনিক ব্যবস্থায় ০৪টি প্রতিষ্ঠানকে ২২,৫০০/-জরিনামা আরোপ ও আদায় করা হয়। এ তদারকি কার্যে সার্বিক সহায়তা করেন জনাব দিলীপ কুমার প্রামানিক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

মাগুরা/ ১৫ জুলাই ২০২০