বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
১০ হাজার সদস্যের মাইলফলক ছুতে চলেছে মাগুরাবার্তা। এ উপলক্ষে আয়োজিত ধারাবাহিক ফেসবুক লাইভে আজকের অতিথি মাগুরার কৃতি সন্তান বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মহম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা’র জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্ণেল কাজী শরীফ উদ্দিন।  আজকের লাইভে তিনি জানাবেন তার জীবনের শতবাধা পেরিয়ে, বহু চড়াই উতরাই ডিঙ্গিয়ে প্রতিষ্ঠার গল্প। ইয়াসির আরাফাত, নেলসন ম্যান্ডেলাসহ বিশ্বের বড় বড় সব নেতাদের সঙ্গে যার কাজ করা সুযোগ হয়েছে।  মাগুরা কৃতি সন্তানের মুখে শুনব তার কথা।
মাগুরাবার্তা২৪.কম  এর এই অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে মাগুরার ছোট,বড়, ভাল,মন্দ সংবাদ পাঠকদের সাথে শেয়ার করে থাকি। দেশবিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষের সাথে অনলাইনের বিভিন্ন মাধ্যমে আমাদের সংযোগ তৈরী হচ্ছে । প্রশংসা পাই, সমালোচনাও পাই। সবকিছু মাথায় নিয়েই মাগুরার মানুষের তথ্য পিপাসা মেটাতে প্রয়াস চালিয়ে যাই। এরই অংশ হিসেবে মাগুরাবার্তা২৪.কম এর এই পাবলিক গ্রুপটি (https://web.facebook.com/groups/1672607716348375/)  ইতিমধ্যে ১০ হাজার এ্যাকটিভ সদস্যের একটি বিশাল পরিবার হতে চলেছে। প্রতিদিনই আমাদের কাছে সদস্য হওয়ার অনুরোধ আসছে। আমরা অধিকাংশ ফেসবুক বন্ধুদের এ্যাড করে নিচ্ছি। এই মুহুর্তে আমাদের সদস্য সংখ্যা ৯ হাজার ৭৪২ জন। আশা করছি সবার ভালবাসায় অতি শিগগিরই আমারা ১০ হাজার সদস্যের মাইলফলক ছুতে পারবো। কোন প্রকার স্পন্সর, ‍বুস্টিং কিংবা প্রোমোশন ছাড়াই ১০ হাজর সদস্য পূর্তি সত্যিই গর্বের। এই ক্ষণটিকে আরও আনন্দপূর্ণ করে তুলতে আমরা আয়োজন করছি ধারাবাহিক এই লাইভ অনুষ্ঠানের। আশা করছি মাগুরার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ক্ষেত্রে গুনি মানুষদের নিয়ে কিছু ভাল সময় আমরা আপনাদের সাথে কাটাতে পারবো। আজ রাত ৮টা সবাইকে সাথে থাকার জন্য আহবান জানাচ্ছি।   মাগুরাবার্তার সঙ্গেই থাকুন – সম্পাদক http://magurabarta24.com/

১৩ জুলাই ২০২০