বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
জ্ঞাননির্ভর সুশিক্ষিত জাতি গঠনের প্রত্যয়ে গঠিত মাগুরার স্বেচ্ছাসেবী সংগঠন ডা.আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন   এর ৫ম দ্বি-বার্ষিকী সাধারণ সভা শনিবার বিকালে শহরের সৈয়দ আতর আরী গনগ্রস্থাগারে অনুষ্ঠিত হয়েছে । অধ্যক্ষ এম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এ্যাডভোকেট জাকির হোসেন মন্ডল, শিক্ষক নবির হোসেন ,সাংবাদিক এস আলম তুহিন ও সৈয়দ শিহাব উদ্দিন শাওন প্রমুখ ।
সভায় ফাউন্ডেশনের অগ্রগতি,কার্যক্রম,২০২০-২১ অর্থ বছরের বাজেট পেশ ও পর্যালোচনা, ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন, আজীবন সদস্যদের জীবনী গ্রন্থ প্রকাশের জন্য জীবনী সংগ্রহ সর্ম্পর্কে আলোচনা করা হয় । সভায় আজীবন সদস্য,দাতা সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । শেষে ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমানের শারীরিক সুস্থতা কামনায়  দোয়া অনুষ্ঠিত হয় ।