বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
১০ হাজার সদস্যের মাইলফলক ছুতে চলেছে মাগুরাবার্তা। এ উপলক্ষে আয়োজিত ফেসবুক লাইভে আজকের অতিথি মাগুরার সু পরিচিত সংগীত শিল্পী দেবযানি লাহিড়ী। পশ্চিমবঙ্গের প্রখ্যাত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী দেবযানির ধ্যান জ্ঞান সবই সংগীতে। মাগুরার সাথে তার রয়েছে নাড়ীর যোগ।
মাগুরাবার্তা২৪.কম  এর এই অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে মাগুরার ছোট,বড়, ভাল,মন্দ সংবাদ পাঠকদের সাথে শেয়ার করে থাকি। দেশবিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষের সাথে অনলাইনের বিভিন্ন মাধ্যমে আমাদের সংযোগ তৈরী হচ্ছে । প্রশংসা পাই, সমালোচনাও পাই। সবকিছু মাথায় নিয়েই মাগুরার মানুষের তথ্য পিপাসা মেটাতে প্রয়াস চালিয়ে যাই। এরই অংশ হিসেবে মাগুরাবার্তা২৪.কম এর এই পাবলিক গ্রুপটি (https://web.facebook.com/groups/1672607716348375/)  ইতিমধ্যে ১০ হাজার এ্যাকটিভ সদস্যের একটি বিশাল পরিবার হতে চলেছে। প্রতিদিনই আমাদের কাছে সদস্য হওয়ার অনুরোধ আসছে। আমরা অধিকাংশ ফেসবুক বন্ধুদের এ্যাড করে নিচ্ছি। এই মুহুর্তে আমাদের সদস্য সংখ্যা ৯ হাজার ৭২৬ জন। আশা করছি সবার ভালবাসায় অতি শিগগিরই আমারা ১০ হাজার সদস্যের মাইলফলক ছুতে পারবো। কোন প্রকার স্পন্সর, ‍বুস্টিং কিংবা প্রোমোশন ছাড়াই ১০ হাজর সদস্য পূর্তির এই আয়োজনকে আরও আনন্দপূর্ণ করে তুলতে আমরা আয়োজন করছি ধারাবাহিক এই লাইভ অনুষ্ঠানের। আশা করছি মাগুরার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ক্ষেত্রে গুনি মানুষদের নিয়ে কিছু ভাল সময় আমরা আপনাদের সাথে কাটাতে পারবো। সবাইকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আজ রাত ৯টা শিল্পী দেবযানি লাহিড়ীকে সাথে নিয়ে উপস্থিত থাকছি। মাগুরাবার্তার সঙ্গেই থাকুন – সম্পাদক http://magurabarta24.com/

১২ জুলাই ২০২০