ছড়া

অনলাইন ক্লাস
-বাসনা রায়

মা বলেছে,ওরে খোকা
নেই কেন তোর খোঁজ?
অনলাইনে ক্লাস হচ্ছে
পড়তে হবে রোজ।

স্কুল এখন বন্ধ তবু
ফাঁকির সুযোগ নেই,
বিদ্যালয়ের শিক্ষকগণে
পড়িয়ে দিচ্ছেন বই।

বাংলা গণিত সমাজ বিজ্ঞান
ইংরেজীটাও আছে,
রুটিন মাফিক পড়তে হবে
বাদ না পড়ো পাছে।

শুদ্ধাচারের ব্যাপারে সব
থাকবে মনোযোগি
স্বাস্থ্যবিধি মানতে হবে
নইলে হবে রোগী।

বিশ্ব এখন এগিয়ে চলছে
বিজ্ঞানেরই দানে,
তোমরা কেন পিছিয়ে রবে?
নেই কোনো তার মানে।

ঘরে বসেই শিখবে এবার
ঘরেই করো বাস,
শিক্ষকগণ সদা প্রস্তত
নিতে সকল ক্লাস।

অনলাইনে লেখাপড়া
অনলাইনেই শিক্ষা
মানুষের মতো মানুষ হতে
এটাই এখন দীক্ষা।

রচনাকাল- ১২/ ০৭/২০২০
ছড়াকার ঃ
সহকারি শিক্ষক, মাগুরা পিটিআই সংলগ্ন পরিক্ষণ বিদ্যালয়