বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
নিজের মেধা বৃত্তির টাকা জেলা প্রশাসকের করোনা সহায়তা ফান্ডে তুলে দিলো মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আমিশা রহমান অথৈ। অথৈ শহরের মোল্যাপাড়া এলাকার মুক্তি রহমানের মেয়ে। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর হাতে নগদ ৫হাজার টাকা তুলে দেয় সে। অথৈ ৫ম ও ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ড. প্রদীপ কুমার সাহা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মাগুরাবার্তার সম্পাদক রূপক আইচ, সাংবাদিক মোখলেছুর রহমান, দিপক চক্রবর্তীসহ অন্যরা।
অথৈ জানায়- ছোটবেলা থেকেই মানুষের সেবায় কাজ করার ইচ্ছা তার। সে ইচ্ছা থেকেই করোনা ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে জেলা প্রশাসকের কাছে সে এ টাকা তুলে দিয়েছে।

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন- করোনা আমাদের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। আবার দিয়েছেও কম না। একটি শিশু দেশের এ ক্রান্তিকালে তার কোমল মনের অভিব্যক্তি প্রকাশ করতে এ টাকা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। এটি মানুষের জন্যে আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে। মাগুরায় করোনা ক্ষতিগ্রস্থদের জন্য আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি।

মাগুরা/৬ জুলাই ২০২০