মাগুরায় পৌরসভার কাউন্সিলর সহ আজ ৬ জন করোনা রোগী শনাক্ত

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় আজ মঙ্গলবার পৌরভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল গণি মোহনসহ নতুন করে ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৩৩ জন। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ জন। নতুন শনাক্ত হওয়া ২ জনের বাড়ি মাগুরা সদরে । শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় রয়েছেন ২ জন করে ।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, মঙ্গলবার জেলায় নতুন ৬ করোনা রোগী সনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ১৩৩ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৯০ জন, শ্রীপুরে ২০ জন, শালিখায় ১১ জন, মহম্মদপুরে ১৬ জন। মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ১ জনকরে ৩ জন মারা গেছে । এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫০ জন। আক্রান্তদের ৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৭৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মগুরা থেকে ২ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে। এদিকে গত রবিবার (২১ জুন) থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করে।
মাগুরা/৩০ জুন ২০২০
যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার রেকোর্ডিং এর জন্য যোগাযোগ করুন- ০১৯১২০০৬১০৮-০১৮১২০০৬১০৮
« মাগুরায় পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন সনাক্ত ১১ (Previous News)
Comments are Closed