Main Menu

মাগুরায় প্রতিষ্ঠানিক আইসোলেশন থাকা ১ করোনা রোগীর মৃত্যু ; নতুন শনাক্ত ৭

20200527_131854

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় আজ শুক্রবার প্রাতিষ্ঠানিক আইসোলেশন  থাকা মিজানুর রহমান (৬৫) নামে এক করোনা  রোগীর মৃত্যু হয়েছে। গত বুধবার করোনা সনাক্ত হলে তিনি বৃহস্পতিবার মাগুরা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি জেলার শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামে। এদিকে  জেলায় আজ  নতুন  করে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৯৭ জন। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪৫ জন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে  ৬ জনের বাড়ি মাগুরা সদরে এবং ১ জন জেলার শ্রীপুর  উপজেলায়।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা মিজানুর রহমান নামের এক কারোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে তিনি অন্যান্য জটিল রোগে ভুগছিলেন । এছাড়া জেলায় শুক্রবার নতুন ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে । মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৯৭ জন । তাদের মধ্যে মাগুরা সদরে ৬৫ জন, শ্রীপুরে ১৫ জন, শালিখায় ৮ জন, মহম্মদপুরে ১০ জন। মাগুরা সদর,  শ্রীপুর ও শালিখা উপজেলায ১ জনকওে মোট  ৩ জন মারা গেছে । এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও  ৪৭ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া রবিবার থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন  ঘোষণা করে।

রূপক/মাগুরা / ২৬ জুন ২০২০


Comments are Closed