Main Menu

মাগুরায় জেলা জজ ও তার ছেলেসহ ৮ করোনা রোগী শনাক্ত

_111159108_corona3

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ এবং তার ছেলেসহ একদিনে  সর্বোচ্চ ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৭২, যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ জন।

নতুন শনাক্ত হওয়া ৫ জনের বাড়ি মাগুরা সদরে এবং ২ জন মহম্মদপুর ও ১ জন শ্রীপুর উপজেলার। মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, মঙ্গলবার জেলা ও দায়রা জজ এবং তার ছেলেসহ নতুন ৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৭২ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৪৪ জন, শ্রীপুরে ১২ জন, শালিখায় ৬ জন, মহম্মদপুরে ১০ জন। মাগুরা সদরে ১ জন ও শ্রীপুরে ১জনসহ মারা গেছে ২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৬ জন। আক্রান্তদের ৩৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

রূপক ,মাগুরা,২৩জুন ২০২০


Comments are Closed