বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে শহরে চলমান অটোরিক্সার কাঠামো পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবর্তিত কাঠামোর চার প্রকোষ্ট বিশিষ্ট এই অটোরিক্সার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে সকাল ১১ টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল আতিফ সিদ্দিকী, মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান। উপস্থিত ছিলেন ২ফিল্ড রেজমেন্ট আর্টিলারীর মেজর সাইফ সাজ্জাদ খান ও ক্যাপ্টেন আফসানিা জিহানসহ অন্যরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ টি চলমান অটো রিক্সার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্টবিশিষ্ট রিক্সায় রূপান্তরিত করা হয়েছে। এতে করে আটো রিক্সায় চলমান যাত্রিদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে।

পর্যায়ক্রমে শহরের চলমান সকল অটো রিক্সাকে একইভাবে স্বাস্থ্যঝুকিমুক্ত করে একইভাবে রূপান্তরিত করা হবে বলে জানান, সাইফুজ্জামান শিখর।

মাগুরা/ ২২ জুন ২০২০