Main Menu

মাগুরায় জেলা ও দায়রা জজের বাংলোর ২ সদস্যসহ আজ করোনা সনাক্ত ৬ জনের

index

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় আজ শনিবার (২০ জুন ২০২০) সকাল পর্যন্ত নতুন করে ৬ জন করোনা সংক্রামিত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬৪ জন। এর মধ্যে ২জন জেলা জজ এর বাংলো ও ২ জন শহরের নিজনান্দুয়ালীর বাসিন্দা। বাকি দুজনের ১জন শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টাফ ও ১জন মহম্মদপুরে বিনোদপুর ইউনিয়নের খালিয়ার বাসিন্দা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় এ পর্যন্ত  মোট সুস্থ হয়েছেন ৩৪ জন ।  বর্তমানে হোম আইসোলেশনে আছেন-২৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন-১জন । এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন ।

 

রূপক/মাগুরা /২০ জুন ২০২০

 


Comments are Closed