বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এম. এ জলিল আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহী ওয়ে…রাজিউন) । তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৬। তিনি সপরিবারে ধানমন্ডিতে থাকতেন।

ড. এম. এ জলিল ৮০ সালে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রী লাভ করেন । তিনি রংপুর কারমাইকেল কলেজসহ বিভিন্ন কলেজে অধ্যাপনার দায়িত্বে ছিলেন। এ ছাড়াও তিনি পিএটিসির পরিচালক ও নায়েম-এর ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি প্রাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি বিভিন্ন গবেষণা ধর্মী লেখালেখা করতেন। ঢাকাস্থ মাগুরা জেলা সমিতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি, মাগুরা জেলা সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন প্রফেসর ড. এম এ জলিল। তার মৃত্যুতে মাগুরাবার্তা পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
মাগুরা/ ৯ জুন ২০২০