Main Menu

মাগুরায় পুলিশ সুপারের বাসভবনের এক সদস্যসহ দিনে সর্বোচ্চ ৫ জন করেনা আক্রান্ত

index

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে জেলার পুলিশ সুপারের বাসভবনের একজন সদস্যসহ মোট ৫জন করোনা আক্রান্ত হয়েছে। এটি  জেলার একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত ২৬জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯জন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, আজ সোমবার মাগুরায়  জেলা পুলিশ সুপারের বাসভবনের এক সদস্যসহ করোনা শনাক্ত হয়েছে ৫জনের।    জেলার মহম্মদপুর উপজেলায় তিন ও সদরে অপর এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ২৬জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯জন। আক্রান্ত ১ জনকে ঢাকা বাকিদের  হোম আইসোলেশনে রাখা হয়েছেন।

 

মাগুরা / ১ জুন ২০২০


Comments are Closed