Main Menu

মাগুরায় ১৫শ মসজিদে স্বাস্থ্য বিধে মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত

Magura Eid Pic 2

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় অধিকাংশ মসজিদে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। করোনার সম্ভাব্য সংক্রমন ঠেকাতে এ বছর  ঈদগায়ের বদলে নিজ নিজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে এ জামাত।

Magura Eid Pic 1

স্বাস্থ্য বিধি মেনে মুসল্লিরা মুখে মাস্ক ও হাতে গ্লভস পরে নিরাপদ দূরত্বে ঈদের নামাজ আদায় করেন। – ছবি: মাগুরাবার্তা

ইসলামি ফাউন্ডেশনের তথ্য মোতাবেক জেলার মোট ১৮শ ৭৬ টি মসজিদের মধ্যে ১৫শ মসজিদে এবারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের মাস্ক পড়া ও স্বাস্থ্য বিধির বিষেয়ে আগে থেকেই মসজিদগুলিতে সরকারি নির্দেশনা পৌছে দেয়ায় অধিকাংশ মুসল্লি সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে এসেছেন। ঈদের নামাজ শেষে করোনা থেকে পৃথিবীর মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

রূপক /মাগুরা /২৫ মে ২০২০


Comments are Closed