মুসাফির নজরুল, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বৃহস্পতিবার  ‘হাতেম আলী মিয়া ফাউন্ডেশনে’র উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও ঢেউটিন বিতরণ করা হয়। মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও মদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মাদ আলী জিন্নাহ, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী (অবঃ) ডক্টর এমএম আবদুর রাজ্জাক মিলন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল প্রমুখ।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মাদ আলী জিন্নাহ জানান, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘হাতেম আলী মিয়া ফাউন্ডেশন বাংলাদেশের ঢাকা, জামালপুর,  মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া-এ ৭টি জেলায় বিভিন্ন সময়ে গরীব-দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের অনুদান দিয়ে আসছে। বর্তমানে বৈশ্বিক মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্থ মাগুরা জেলার ১৫০টি পরিবারের মধ্যে সর্বোচ্চ ৩০ হাজার থেকে সর্বনিম্ন এক হাজার করে নগদ সর্বোমোট ২ লাখ টাকা, ঢেউটিন ও বস্ত্র অনুদান হিসেবে দেওয়া হলো। অন্য জেলায়ও অনুরূপ অনুদান বিতরণ করা হয়েছে এবং আগামীতেও হবে।

 

মাগুরা/ ২১ মে ২০২০