মাগুরায় আজ নতুন ২জন করোনা সনাক্ত; মোট আক্রান্ত ১১

বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
মাগুরা সদরের কলেজপাড়া ও নান্দুয়ালী এলাকায় আজ ২ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে খবর পাওয়া গেছে। এদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্তদের একজন (৫৯) যশোর সিভিল সার্জন অফিসের কর্মচারি। তিনি নিজ বাড়ি শহরের নান্দুয়ালী বৌবাজার এলাকায় বসবাস করেন। অপর একজন (২৩) ঢাকা থেকে আগত। তিনি ঢাকার একটি অনলাইন নিউজ পেপারের সাংবাদিক।
আজ সকালে নমুনা পরীক্ষার রিপোর্ট পৌছালে ২ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। জেলায় পূর্বেই ৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১। আক্রান্ত এলাকাগুলিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রূপক /মাগুরা /১১ মে ২০২০
যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার রেকোর্ডিং এর জন্য যোগাযোগ করুন- ০১৯১২০০৬১০৮-০১৮১২০০৬১০৮
« মাগুরা সদরে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় উদ্বোধন (Previous News)
(Next News) গরীব রোজাদারদের ইফতার বিতরণ করে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুক্তার অন্যরকম জন্মদিন পালন »
Comments are Closed