বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে কৃষিতে শ্রমিক সংকট নিরসনের জন্য ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দিকরণ কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এ মেশিনের মাধ্যমে ধান কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট নিরসনের জন্য সরকার কৃষকদের মাঝে নির্ধারিত শতকরা ৫০ভাগ ভর্তুকিতে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দিকরণ মেশিন কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করছে। এ মেশিনের মাধ্যমে খুব সহজেই ঘণ্টায় এক একর জমির বোরো ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করা যায়। এতে খুব সহজেই কৃষকরা ধান ঘরে তুলতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

মাগুরা/ ৮ মে ২০২০