বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
অনুষ্ঠিত মাগুরা ২৫০ শয্যার সদর হাসাপাতালে অবিলম্বে করোনা টেস্টের ব্যবস্থা করা, আইসিইউ ও কমপক্ষে ৫টি ভেন্টিলেটরের ব্যবস্থা করার দাবিতে মাগুরা জেলা করোনা দুর্যোগ মোকাবিলায় গণ কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজ জেলা সিভিল সার্জন এর সাথে সাক্ষাৎ করে আলোচনা করেছেন।  আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন গণকমিটির আহ্বায়ক কাজী ফিরোজ (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী মাগুরা জেলা আহ্বায়ক), যুগ্ম আহ্বায়ক এটিএম মহব্বত আলী ( বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি), যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার শম্পা বসু (বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য), মোঃ সোহেল(সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর শহর কমিটির আহ্বায়ক)। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ মাগুরায় করোনা চিকিৎসার সুব্যবস্থা প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় সিভিল সার্জন তাদের দাবীগুলি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন।

মাগুরা/২৩ এপ্রিল ২০২০