মাগুরায় বজ্রপাতে নিহত ১; আহত ২

স্টাফ রিপোর্টার,মাগুরাবার্তা
মাগুরায় সোমবার বিকালে বজ্রপাতে বশির আহমেদ (৫০) নামে একজন নিহত হয়েছেন। এসময় সাবিনা (২২) ও জান্নাতি (২৫) নামে দুই গৃহবধূ আহত হয়েছে। নিহত বশির আহমেদ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের পাঞ্জাব খানের ছেলে। আহত সাবিনার বাড়ি মাগুরা সদর উপজেলার ভিটাশাইর গ্রামের ইসলামবাগ পাড়া ও অপর আহত জান্নাতির বাড়ি মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে।
মাগুরা/২০ এপ্রিল ২০২০
« মাগুরায় জীবানুনাশক টানেল পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল বাকি (Previous News)
Comments are Closed