মাগুরায় জীবানুনাশক টানেল পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল বাকি

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা পৌরসভার অর্থায়নে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরী করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক টানেল কার্যক্রম পরিদর্শন করলেন যশোর সেনাহিনীর ৫৫ আর্টিলারি ব্রিগেড কর্মান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাহসিনুল বাকি। তিনি আজ রবিবার দুপুরে শহরের ঢাকা রোড ও ভায়না মোড়ে নির্মিত জীবানু মুক্ত টানেল সরেজমিন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। গতকাল শনিবার থেকে টানেল দুটি জনসাধারনের জন্য খুলে দেয়া হয়।
পরিদর্শনকালে ৫৫ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাহসিনুল বাকি জানান, দেশে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করতে মাগুরা শহরের প্রবেশ মুখ ভায়না মোড় ও ঢাকা রোড এলাকায় আমরা টানেল দুটি তৈরী করেছি। এ কাজে আমাদের সহযোগিতা করেছে মাগুরা পৌরসভা। শহরে প্রবেশ ও বাহির হওয়ার সময় সকল ব্যক্তি, মটর সাইকেল, বাইসাইকেল, ভ্যান-রিক্সা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করে নিজেদের জীবানু মুক্ত করতে পারবে। এই টানেলে জীবাণু মুক্ত করতে পানির সাথে সুগন্ধি ডিটারজেন্ট ও মানুষের শরীরের ক্ষতিকর নয় এমন ক্ষার জাতীয় মেডিসিন ব্যবহার করা হচ্ছে। এর ফলে সকল ধরনের যান এবং মানুষের শরীরে লেগে থাকা জীবানু নষ্ট করা সম্ভব হবে।
রূপক আইচ/ মাগুরা / ১৯ এপ্রিল ২০২০
« মাগুরায় স্বেচ্ছাসেবক ও থানা যুবদলের খাদ্য বিতরণ (Previous News)
(Next News) মাগুরায় বজ্রপাতে নিহত ১; আহত ২ »
Comments are Closed