বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার ৫টি গ্রামে আজ সকালে গ্রামীণ বিরোধে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে গ্রাম্য বিরোধের জের ধরে আজ সকাল থেকে জেলার রাঘবদাইড়, বাহরবাগ, রায়নগর, শতখালী ও জগদল এলাকায় গ্রামীণ সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসী। এদের মধ্যে অন্তত ১৮ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে করোনার ভয়ে তারা মাস্ক মরেই মরামারি করেছে। এমনকি হাসপাতালে এসেও তারা মাস্ক পড়া ভোলেনি।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. পরিক্ষিত বালা জানান- সকাল থেকে একে একে বিভিন্ন এলাকা থেকে রোগীরা বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে এসে ভর্তি হয়।

রূপক আইচ/ মাগুরা / ১০ এপ্রিল ২০২০